২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে - ঈদুল আযহা ২০২৪

২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে ? এ বিষয়টি আমাদের হয়তো কারো কাছেই অজানা নয় । আবার যে সবাই জানবে বিষয়টা এমন নয় । আমরা মুসলিম । আল্লাহ প্রদত্ত আমরা দুটি উৎসব পেয়েছি- একটি হচ্ছে ঈদুল ফিতর অন্যটি হলো ঈদুল আযহা । তবে এই দুইটি উৎসবের মধ্যে ঈদুল আযহা অন্যতম ।

যদি আপনি বাংলাদেশের একজন বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি ২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে ? তা যদি না জেনে থাকেন, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আজকের এই আর্টিকেলে ঈদুল আযহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

ভূমিকা

ঈদ অর্থ আনন্দ, খুশি । মুসলমানদের জন্য ঈদ আনন্দ বয়ে নিয়ে আসে। মুসলমানদের দুটি উৎসব আল্লাহ প্রদত্ত নির্ধারিত । তার মধ্যে একটি হল ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আযহা বা কোরবানির ঈদ । দুইটি উৎসবের মধ্যে ঈদুল ফিতর প্রথমে আসে তারপরে আসে ঈদুল আযহা । চলুন জেনে নেই, ২০২৪ সালে কোরবানির ঈদ কত তারিখে ?

২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে 

২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে ? আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । মুসলমানদের জন্য কোরবানির ঈদ খুবই গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় । আমরা কোরবানির ঈদ পালন করি ঈদুল ফিতর বা রোজার ঈদের দুই মাস দশ দিন পর । কোরবানির ঈদে পশু জবাই এর মাধ্যমে আল্লাহ তায়ালার আদেশ পালন করতে পারি । কোরবানি করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত । তাই চলুন জেনে নেই, ২০২৪ সালে কোরবানির ঈদ কত তারিখে ?

মুসলমানদের জন্য বছরে দুটি ধর্মীয় উৎসব পালন করার বিধান রয়েছে । তার মধ্যে একটি হলো ঈদুল ফিতর অন্যটি হলো ঈদুল আযহা । ঈদুল ফিতর উদযাপনের ২ মাস ১০ দিন পর কুরবানীর ঈদ পালিত হয় । আমরা জানি, জিলহজ মাসের ১০ তারিক সকাল থেকে থেকে ১২ তারিখ সন্ধা পর্যন্ত এই তিন দিন ঈদুল আযহা পালন করা হয় । ভৌগলিক কারণে পৃথিবীর প্রতিটা দেশে একই দিনে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালিত না। 

বাংলাদেশের ঈদুল আযহা পালন করা হয় সাধারণত সৌদি আরব, কাতা, ওমান, আরব আমিরাতে সকল দেশে যেদিন পালিত হবে তার পরের দিন । তবে সৌদির চাঁদ দেখা কমিটি কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছেন, জুন মাসের ১৬ তারিখ অর্থাৎ হিজরী বছর বর্ষপঞ্জি ১০ জিলহজ্জ । তবে মুসলমানরা এই দুটি উৎসব পালন করে চাঁদ দেখার উপর নির্ভর করে । যদি সৌদিতে ১৬ জুন ঈদুল আযহা পালিত হয় তাহলে পরের দিন অর্থাৎ ১৭ জুন বাংলাদেশে ঈদুল আযহা পালিত হবে ।

কোরবানির ইতিহাস - কোরবানি কিভাবে শুরু হল

২০২৪ সালে কোরবানির ঈদ কত তারিখে ? তা আমরা উপরের আলোচনা থেকে ইতিমধ্যে জেনে গেছি। আমরা মুসলিম। আমাদের সকলেরই জানা উচিত কোরবানি কিভাবে শুরু হলো ? বা কোরবানি করার ইতিহাসটা কি ? তো আপনারা যারা না জানেন কোনো সমস্যা নেই । আমি আপনাদের কোরবানির ইতিহাস বলছি । মুসলমানদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম (আঃ) । হযরত ইব্রাহিম (আঃ) একদিন স্বপ্ন দেখলেন তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে । তো হযরত ইব্রাহিম (আঃ) এর প্রিয় বস্তুটি ছিল তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)। 

তখন হযরত ইব্রাহিম (আঃ)তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানী করার সিদ্ধান্ত নেন । কিন্তু আল্লাহ তায়ালা তার উপর সন্তুষ্ট হয়ে হযরত ইব্রাহিম (আঃ) এর পরিবর্তে পশু জবাই হয়ে যায় । এভাবেই কোরবানি পালন শুরু হয় । তারই ধারাবাহিকতায় আজও আমরা নির্দিষ্ট দিনে কোরবানি করে থাকি । মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু কোরবানি করতে হয় । মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় পশু জবাই করাকে ইসলামে কুরবানী বলা হয় ।

আল্লাহর কাছে কোরবানির অর্থ কি

২০২৪ সালে কোরবানি ঈদ কত তারিখে ? তা জানার পর আমরা অনেকে হয়তো কোরবানি করার জন্য পশু কিনব । তবে আপনি কি জানেন, আল্লাহর কাছে কোরবানির অর্থ কি ? আমরা কোরবানি করি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও জান্নাত লাভের আশায় । মহান আল্লাহ তায়ালার কাছে কোরবানির পশুর গোশত, রক্ত, হাড্ডি এর কােনো কিছুই পৌছে না । 

মহান আল্লাহ তায়ালার কাছে যেটা পৌঁছায় সেটা হল আমাদের তাকওয়া । এজন্য আল্লাহ তায়ালা বিধান করেছেন যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করো । যেন গরিব-দুঃখীও সেদিন গোশত খেতে পারে । কোরবানি করার মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার নিকটবর্তী হতে পারে এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে পারে । আল্লাহ তায়ালার কাছে কোরবানির অর্থ হলো আমাদের তাকওয়া তার নিকট পেশ করা ।

কুরবানীর পশু কেনার নিয়ম

মুসলমানদের দুটি ধর্মীয় উৎসব আছে তার মধ্যে অন্যতম হলো ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ । কোরবানির ঈদের অর্থই হলো আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করা । ২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে ? তা জানার সঙ্গে সঙ্গে আমরা কোরবানির পশু কেনা শুরু করে দিব । তবে যে কোনো পশু দিয়ে কোরবানি করলেই হবে না । আমাদের দেখে শুনে ভালো পশু কোরবানি করতে হবে । 

অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পশুর যেন পর্যাপ্ত বয়স হয় । পশুর কোন ত্রুটি থাকলে কোরবানি আদায় হবে না । যেমন, কানে শুনতে পায় না, কান কাটা, চোখ কানা, ল্যাংড়া ইত্যাদি । আমাদের এমন পশু কোরবানি দিতে হবে যার কোন ত্রুটি নেই । তাহলে পরিপূর্ণভাবে আমাদের কোরবানি আদায় হয়ে যাবে । সব থেকে ভালো হয় কোরবানির পরশুটি নিজে লালন পালন করা।

কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়

কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় ? বা কোরবানির সময়সীমা কতদিন ? এসব মাসআলা আমরা অনেকেই জানিনা । আমরা মুসলিম হিসেবে আমাদের এসব মাসআলা জেনে রাখা উচিত । তো আপনি যদি না জেনে থাকেন, কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় ? তাহলে চলুন, আমি আপনাকে বলছি । কুরবানী করা যায় কোরবানির ঈদের দিন অর্থাৎ জিলহজ মাসের ১০ তারিখ, ১১ তারিখ এবং ১২ তারিখ এই তিন দিন কোরবানি করা যায় । 

আবার অনেক আলেমের মতে, চার দিন পর্যন্ত কোরবানি করা যায় অর্থাৎ কোরবানির ঈদের দিন জিলহজ মাসের ১০ তারিখ এবং এরপর আরও তিন দিন অর্থাৎ জিলহজ মাসের ১১ তারিখ, ১২ তারিখ ও ১৩ তারিখ ।তবে কোরবানির ঈদের নামাজ পরপরই কোরবানি করা বেশি উত্তম । এতে কারো কোনো সন্দেহ বা দ্বিমত নেই । এ ব্যাপারে সারা বিশ্বের মুসলমানগন একমত । আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কোরবানির ঈদের দিনে নামাজ পরপরই কোরবানি করতেন, দ্বিতীয় বা তৃতীয় দিনে তিনি কোরবানি করতেন না । একেবারে শুরুতেই কুরবানী করে ফেলা উত্তম ।

কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়

ঈদুল আযহা বা কোরবানির ঈদ মানে হল পশু কোরবানি করতে হবে । যে কোন পশু দিয়ে কোরবানি করা যায় না । কোরবানির পশুর কিছু শর্ত আছে । কোরবানির ওপর ভিত্তি করে পশু দুই রকমের হয়ে থাকে । বড় পশু এবং ছোট পশু ।

বড় পশু কোরবানি করার নিয়ম

কোরবানির বড় পশুর মধ্যে রয়েছে উট, গরু, মহিষ । এগুলো দিয়ে কুরবানী করা যায় । তবে অনেক আলেম-উলামার মতে মহিষ দিয়ে কোরবানি করা যায় না । তবে একান্ত অসুবিধা না হলে গরু দিয়ে কোরবানি দেওয়াই ভালো । কোরবানির পশু অবশ্যই গৃহপালিত হতে হবে । কোরবানির পশুর যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হল, পশুর বয়স । 

কোরবানি দেওয়া উটের বয়স হতে হবে ৫ বছর, গরুর বয়স হতে হবে ২ বছর । তাহলে এসব পশু কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত । এই সকল বিষয় দেখে শুনে কোরবানির পশু নির্ধারণ করতে হবে । তাহলেই কোরবানি পরিপূর্ণ ভাবে আদায় হবে ।

ছোট পশু কোরবানি করার নিয়ম

কোরবানির ছোট পশুর মধ্যে রয়েছে তিনটা পশু - দুম্বা, ছাগল এবং ভেড়া । এছাড়া অন্যান্য গৃহপালিত পশু পাখি যেমন হাঁস মুরগি দিয়ে কোরবানি করা যাবে না । ছোট পশুর ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে, যেন কোরবানির পশু প্রাপ্তবয়স্ক হয় । ছাগল, দুম্বা ও ভেড়ার বয়স হতে হবে ১ বছর । তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম । দুম্বা এবং ভেড়ার বয়স যদি ৭ থেকে ৮ মাস হয় এবং এদের দেখতে যদি ১ বছরের মতো মনে হয় তাহলে এসব দিয়ে কোরবানি করা যাবে । 

কিন্তু ছাগলের পরিপূর্ণ এক বছর হতে হবে অন্যথায় কোরবানি দেওয়া যাবে না । আমরা আগেই বলেছি, শুধু গৃহপালিত পশু দিয়েই কোরবানি করা যায় । কেননা হরিণ একটি হালাল প্রাণী, তবে এটি দিয়ে কোরবানি করা যাবে না । কারণ হরিণ গৃহপালিত পশু নয় । এটি বনের প্রাণী । তাই আমাদের সকল বিষয় লক্ষ্য রেখে নির্দিষ্ট পশু কোরবানি করতে হবে ।

আমাদের শেষ কথা

২০২৪ সালের কোরবানির কত তারিখে ? এই বিষয়টি আপনি ইতিমধ্যে উপরোক্ত আর্টিকেল পড়ে জানতে পেরেছেন । আশা করি আর্টিকেলটি পড়ে আপনার অনেক ভালো লেগেছে কেননা এতে কোরবানি বিষয়ক বিভিন্ন তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে । 

মনোযোগ সহকারে এতক্ষণ আমাদের আর্টিকেলে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার যদি আমার আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করে দিন । আর এ ধরনের তথ্যমূলক গুরুত্বপূর্ণ বিষয় যদি নিয়মিত পড়তে চান, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইকো আসিবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url