শাপলা কেন বাংলাদেশের জাতীয় ফুল

শাপলা কেন বাংলাদেশের জাতীয় ফুল ? এই প্রশ্নটা হয়তো অনেকেরই অজানা । আমরা সকলেই জানি যে, শাপলা আমাদের জাতীয় ফুল । কিন্তু শাপলা কেন আমাদের জাতীয় ফুল ? এটা হয়তো জানে না অনেকে । চলুন আজকে জেনে নিই, শাপলা কেন বাংলাদেশের জাতীয় ফুল ?

শাপলা কেন বাংলাদেশের জাতীয় ফুল ? এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনি যদি আমাদের এই আর্টিকেলে ক্লিক করে থাকেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । আশা করি আর্টিকেলটি পড়ে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।

ভূমিকা

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা । এই শাপলা তো আর এমনি এমনি বাংলাদেশের জাতীয় ফুল হয়নি । এর পেছনে রয়েছে একটা ইতিহাস । চলুন জেনে নেই, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল হওয়ার সেই ইতিহাস ।

শাপলা কেন বাংলাদেশের জাতীয় ফুল

মানুষের সৌন্দর্য বোধের চিরন্তর ধারণার মধ্যে প্রথম গল্পটি হলো ফুল বা ফ্লাওয়ার। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে ফুল ভালোবাসে না । নন্দনতত্ত্ব এবং ভালোবাসার প্রধান প্রতীক এই ফুল । আর ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না । পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিতে ফুলের বিশেষ অবদান রয়েছে । 

পৃথিবীতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার ৯০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে ৩ লক্ষ ৬৯ হাজার ৪০০ প্রজাতির উদ্ভিদ থেকে ফুল হয়ে থাকে । দেশ এবং অঞ্চল ভেদে সেই ফুল হয় নানা রঙের ও রকমের । তাই তো পৃথিবীর প্রায় সব দেশেরই রয়েছে জাতীয় ফুল । ভারতের যেমন জাতীয় ফুল পদ্ম, ইরানের জাতীয় ফুল গোলাপ ঠিক তেমনি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা । 

আসুন জেনে নেই, এত এত ফুলের মাঝেও শাপলা কি করে হয়ে উঠল আমাদের তথা বাংলাদেশের জাতীয় ফুল ? সারা বিশ্বে প্রায় ৫০ প্রজাতির শাপলা রয়েছে তার মধ্যে বাংলাদেশের রয়েছে তিন প্রজাতির শাপলা । সাদা শাপলা, লাল শাপলা এবং নীল শাপলা । এই তিনটি শাপলার মধ্যে কেবল সাদা শাপলাই বাংলাদেশের জাতীয় ফুল । এর কারণ সাদা শাপলা হলো বাংলাদেশের জনগণের প্রতীক । এটা বিশ্বাস করা হয় যে, শাপলার সাদা রং মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং পাপড়ি গুলোর মত দেশের মানুষকে সদা সর্বদা একত্রিত করে রাখে । 

আরেকটি কারণ হচ্ছে আমাদের দেশ নদীমাতৃক দেশ । দেশের আনাচে কানাচে রয়েছে খাল-বিল, হাওর-বাওর ও পুকুর-ডোবায় এত এত বেশি শাপলা ফুটে থাকে যে, এ ফুলের মত আর কোনো ফুল বাঙালির এতটা সান্নিধ্যে আসতে পারে না । সেজন্য শাপলা আমাদের জাতীয় ফুল । 

তাছাড়া শাপলা একমাত্র ফুল যা বিশ্বের আর কোন দেশে আমাদের মত এত এত বেশি পাওয়া যায় না । এভাবে শাপলা হয়ে উঠলো আমাদের দেশের তথা বাংলাদেশের জাতীয় ফুল । শাপলা বাংলাদেশের জাতীয় ফুল হওয়ার পাশাপাশি এটি শ্রীলংকারও জাতীয় ফুল ।

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ঘোষণা করা হয় কত তারিখে

সাল ১৯৭১, ১২ই মার্চ রোজ শুক্রবার । পুরো পূর্ব পাকিস্তান ছিলো তখন অসহযোগ আন্দোলনে উত্তাল । এদিন শিল্পী কামরুল হাসানের আহবানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আয়োজিত শিল্পীদের এক সভায় দেশের সকল মুক্তিকামী মানুষকে আরো অনেক বেশি উৎসাহিত করে তোলার জন্য শাপলাকে জাতীয় ফুল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয় । এর কারণ সাদা শাপলা হলো বাংলাদেশের জনগণের প্রতীক । 

এই প্রতীক বাঙালি জাতির চেতনাকে উদ্বুদ্ধ করে। এটা বিশ্বাস করা হয় যে, শাপলার সাদা রং আত্মাকে পরিশুদ্ধ করে আর পাপড়িগুলোর মত দেশের মানুষকে সদা সর্বদা একত্রিত করে রাখে । এজন্য সেদিন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ঘোষণা করা হয়েছিল ।

কেন সাদা শাপলা জাতীয় ফুল

সারা পৃথিবীতে প্রায় ৫০ প্রজাতির শাপলা আছে । এর মধ্যে বাংলাদেশে রয়েছে তিন প্রজাতির শাপলা । লাল শাপলা, নীল শাপলা এবং সাদা শাপলা । আর এই তিন প্রজাতির শাপলার মধ্যে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল । এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এত এত ফুল থাকতে সাদা শাপলা কেন জাতীয় ফুল হলো ? চলুন এ প্রশ্নের উত্তর জেনে নেই । 

আমাদের দেশ নদীমাতৃক দেশ । দেশের আনাচে কানাচে রয়েছে খাল-বিল, হাওর-বাওর ও পুকুর-ডোবায় অনেক বেশি শাপলা ফুটে থাকে । তার মধ্যে সাদা শাপলার পরিমাণ সবথেকে বেশি । আমাদের দেশে সব থেকে বেশি দেখা যায় সাদা শাপলা । আর এভাবে সাদা শাপলা হয়ে উঠলো আমাদের দেশ তথা বাংলাদেশের জাতীয় ফুল ।

শাপলা ফুলের বৈশিষ্ট্য

পুরো পৃথিবীতে ৫০ প্রজাতির শাপলা ফুল আছে । কিন্তু আমাদের অনেকেরই শাপলা ফুলের বৈশিষ্ট্য অজানা । চলুন জেনে নেই, শাপলা ফুলের বৈশিষ্ট্য । আমাদের দেশের হাওর-বাওর, নদী-নালা, খাল-বিলে শাপলা ফুল ফুটে থাকে । শাপলা ফুলের পাতাগুলো পানির উপর ভেসে থাকে । ২০ থেকে ২৩ সেন্টিমিটার শাপলা ফুলের পাতার দৈর্ঘ্য হয়ে থাকে । 

শাপলা ফুলের পাতা গুলো কিছুটা হৃৎপিণ্ডাকার এবং এক পাশে বিভক্ত । শাপলা ফুলের পাতাগুলো সবুজ বর্ণের এবং পাতার প্রান্ত ঘিরে ধারালো খাঁচ থাকে । শাপলা ফুলের কান্ড পানির নিচে মূলের সাথে সংযুক্ত থাকে এবং মূল থাকে মাটির নিচে । পানি বৃদ্ধি পেলে কান্ডও একই সাথে বড় হতে থাকে । শাপলা ফুলের বৃতি থাকে ৪টি - ৫টি এবং এর পাপড়ি থাকে ১৩ থেকে ১৫ টি । সারা বছর শাপলা ফুল দেখা যায়। তবে বর্ষা এবং শরৎকালে বেশি দেখা যায় ।

শাপলা ফুলের রং কি কি

শাপলা বাংলাদেশের জাতীয় ফুল । পুরো পৃথিবীতে প্রায় ৫০ প্রজাতির শাপলা ফুল রয়েছে । তার মধ্যে বাংলাদেশ তথা আমাদের দেশে শাপলা ফুল রয়েছে তিন প্রজাতির । সাদা, লাল এবং নীল । তবে সাদা শাপলা বাংলাদেশের বেশি পাওয়া যায় । তাই বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা ।

শাপলা আর পদ্ম কি এক

শাপলা বাংলাদেশের জাতীয় ফুল কিন্তু অনেকেই শাপলা আর পদ্মকে একসঙ্গে গুলিয়ে ফেলেন । তারা মনে করেন, শাপলার আর পদ্ম এক । কিন্তু আমি আপনাদের বলছি, শাপলা আর পদ্ম এক নয় । শাপলার কাছাকাছি বৈশিষ্ট্যের ফুল হচ্ছে পদ্ম । পদ্ম ফুল সৌন্দর্য, বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক । 

পদ্ম ফুলের পাতা শাপলা ফুলের পাতার চেয়ে একটু বড় এবং গোলাকার । পদ্মফুল সুগন্ধিময় এবং বিভিন্ন রঙের হয় । তবে আমাদের দেশে ২ রকমের পদ্মফুল দেখা যায় । একটি হচ্ছে রক্ত পদ্ম আর অন্যটি শ্বেত পদ্ম । শরৎকালের শেষে পদ্মফুল ফুটতে শুরু করে । আমাদের দেশের নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর, জলাশযয়ে প্রাকৃতিক ভাবে শাপলা এবং পদ্ম জন্ম নেয় ।

শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি

আমরা সকলেই জানি, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল । কিন্তু আমাদের জানা নেই, শাপলার ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম কি ? আমি আপনাদের বলছি, শাপলা ফুলের ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম ।
  • শাপলা ফুলের ইংরেজি নাম : Water Lily, White Water Lily
  • শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম : Nymphaea Nouchali ( নিন্দিয়া নৌচালি ) 

লেখকের মন্তব্য

বাঙালির চেতনার প্রতীক শাপলা । শাপলা ফুল সহজলভ্য হলেও এর সম্মান অত্যাধিক তাই শাপলা ফুলের যথাযথ মর্যাদা প্রদান করতে হবে । কেননা এটি বাংলাদেশের জাতীয় ফুল ।

দীর্ঘ সময় আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । এরকম তথ্যমূলক আর্টিকেল পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন । আমাদের এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইকো আসিবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url